পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় শিবুদাস নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে ৭শ’ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গলাচিপা থানা পুলিশ এ চাল উদ্ধার করে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবু লাল দাস নামে ওই ব্যবসায়ীর চালের গুদামে অভিযান চালানো হয়। এসময় ৭শ’ বস্তা সরকারি (কাবিখা-টিআর) চাল উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত প্রতিটি বস্তায় খাদ্য অধিদপ্তের সিল রয়েছে বলে তিনি জানান।
তবে এসময় কাউকে আটক করা হয়নি বলেও জানান ওসি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগেও একাধিকবার ওই ব্যবসায়ীর পটুয়াখালীর গোডাউন থেকে র্যাব ও পুলিশ সরকারি চাল উদ্ধার করে। এ ব্যাপারে মামলাও দায়ের করা হয়। তবে প্রভাব খাটিয়ে তিনি বার বার পার পেয়ে যান।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫