গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৭ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (০৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা শাহনেওয়াজ (৩০) এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিন্নাগাড়ি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফিরোজ কবির ২৫)।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটকরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে শহনেওয়াজের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তার বাড়িতে থাকা ৯৭ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল, নগদ ৪ হাজার ৪০০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫