কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে একটি এলজি ও ৯ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (০৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই নারী হলেন- টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মোহাম্মদ ইসলামের স্ত্রী নুর বেগম (৫০) ও তার মেয়ে শাবনুর আক্তার (১৮)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বাংলানিউজকে জানান, স্ব-রাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী আব্দুর রহমান ও জিয়াউর রহমান বাড়িতে অবস্থান করছেন -এমন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়ায় পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালায়।
এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে আব্দুর রহমান ও জিয়াউর রহমান পালিয়ে যায়। পরে, ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি এলজি ও ৯ হাজার ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া, বাড়িতে অবৈধ অস্ত্র ও ইয়াবা রাখার দায়ে তাদের মা ও বোনকে আটক করা হয়।
তিনি আরো জানান, দুই মাদক ব্যবসায়ীকে পলাতক দেখিয়ে আটক মা-মেয়েসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫