কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নের বাইড়া গ্রামের কবরস্থানের পাশের ধানক্ষেত থেকে বাবু (২২) নামে ব্যবসায়ীর গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বিকাশ ও মোবাইল ফোন ব্যবসায়ী বাবু উপজেলার রাজা চাপিতলা (দক্ষিণ পাড়া) গ্রামের আবু জাহেরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বাইড়া গ্রামের কয়েকজন কৃষক জমিতে সেচ দেওয়ার সময় ধানক্ষেতে মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫