ঢাকা: পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক খানের বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (০৪ মার্চ) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সম্প্রতি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদকের উপ-পরিচালক মো. হামিদুল হাসানকে এ বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিষয়ে দুদকে পাঠানো অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল রাজ্জাক ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। যার মধ্যে রয়েছে, রাজধানীতে আটতলা একটি ভবন ও দু’টি দামি গাড়ি।
এছাড়া অবৈধ উপায়ে নামে-বেনামে আরো অনেক সম্পদের মালিক হয়েছেন তিনি। এসব অভিযোগ খতিয়ে দেখতেই দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫