বরিশাল: বরিশালের বৈদ্যপাড়ায় পুকুরের পানিতে ডুবে রাফি (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মোসলেম হাওলাদার বাংলানিউজকে জানান, সকালে বাড়ির সবার অজান্তে পুকুর পাড়ে যায় রাফি। অনেকক্ষণ তাকে না দেখে খোঁজাখুজি শুরু হয়। পরে দুপুরে পুকুরের পানিতে রাফির মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় বেঙ্গল হেলথ কেয়ারে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রদীপ কুমার বণিক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫