ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশাল: বরিশালের বৈদ্যপাড়ায় পুকুরের পানিতে ডুবে রাফি (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত রাফি বরিশালের নিউ কলেজ রো’র বৈদ্যপাড়ার মোসলেম হাওলাদারের ছেলে।

মোসলেম হাওলাদার বাংলানিউজকে জানান, সকালে বাড়ির সবার অজান্তে পুকুর পাড়ে যায় রাফি। অনেকক্ষণ তাকে না দেখে খোঁজাখুজি শুরু হয়। পরে দুপুরে পুকুরের পানিতে রাফির মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় বেঙ্গল হেলথ কেয়ারে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রদীপ কুমার বণিক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।