ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দালালির মাধ্যমে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে তিন নারীসহ চার দালালকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৪ মার্চ) দুপুরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমান তাদের এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জাহানারা (৪২), আনোয়ারা (৪৩), রোকেয়া (৩৫) ও মোস্তাফিজুর রহমান (৫০)।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান জানান, দীর্ঘদিন ধরে এরা উপজেলার বিভিন্ন ক্লিনিকের দালাল হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোভ দেখিয়ে কৌশলে রোগী ভাগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
তাদের হাতেনাতে ধরে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫