ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

থানছিতে অস্ত্র-গুলিসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
থানছিতে অস্ত্র-গুলিসহ আটক ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানের থানছিতে পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  
 
বুধবার (০৪ মার্চ) সকালে উপজেলার বলিপাড়া বাজারের সাঙ্গু নদীর ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।


 
প্রথম অভিযানে আটকরা হলেন- শির্মন ত্রিপুরা (৫০), বাসারাং ত্রিপুরা (৩২), ক্যঅং খিয়াং (৩৬) ও হালিরাম ত্রিপুরা (২৭)।  
 
তাদের মধ্যে শির্মন ও  হালিরাম রুমা উপজেলার বাসিন্দা। বাকি দু’জন থানছি উপজেলার বাসিন্দা।  
 
আটককালে তাদের কাছ থেকে মায়ানমারে তৈরি ১৭ বোতল মদ, মোবাইল ফোন ও আফিম বিক্রির এক লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
 
পরে, একই এলাকার পরিত্যক্ত একটি জুমঘর থেকে চিংসাথোয়াই মার্মা (৩০) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি অস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার কর হয়েছে।
 
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বলিপাড়া বিজিবির সদস্যরা বাজারে অভিযান চালায়। এ সময় নদীর তীরের একটি বাসা থেকে চারজনকে আটক করা হয়। পরে, ওই এলাকার একটি জুমঘর থেকে চিংসাথোয়াই মার্মা নামে অপর এক যুবককে আটক করা হয়।
 
বলিপাড়া ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দু’টি অভিযান চালানো হয়েছে। প্রথম অভিযানে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে চিংসাথোয়াইকে আটক করা হয়। তার সঙ্গে আরো কয়েক ব্যক্তি মাদক ব্যবসা এবং অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।  
 
বিজিবি বেশ কয়েকদিন থেকে এসব চক্রের ওপর নজর রাখছিল। এছাড়া, আটকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।