ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে জমি খারিজের কাগজ জাল করার দায়ে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
মেহেরপুরে জমি খারিজের কাগজ জাল করার দায়ে কারাদণ্ড

মেহেরপুর: মেহেরপুর পৌর ভূমি কর্মকর্তার সই জাল করে জমি খারিজের চেষ্টাকালে নজরুল ইসলাম(৪০) নামের এক ব্যাক্তিকে এক মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

 

বুধবার(৪ মার্চ’২০১৫) দুপুর ২টার সময় পৌর ভূমি অফিস চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ড-বিধির ১৮৬০- ১৮৯ ধারায় এই রায় দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান।

 

দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম সদর উপজেলার আমঝুপি গ্রামের মরহুম শাহার আলীর ছেলে।  

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পৌর ভূমি অফিসে নজরুল ইসলাম এক ব্যক্তি জমি খারিজের জন্য জাল কাগজ পত্র নিয়ে আসেন। এসময় ভূমি অফিসের লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।  

 

এসময় উপস্থিত ছিলেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকসহ ভূমি অফিসের কর্মকর্তারা।  

 

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।