ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউপি সদস্য আহসান উল্যাহকে (৪৫) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহসান উল্যাহ সোনাপুর গ্রামের বাদামতলী এলাকার রুহুল আমীনের ছেলে।
স্থানীয়রা জানান, স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান উল্যাহ সোনাপুর গ্রামের বাদামতলী বাজারে যান। সেখানে দুর্বৃত্তরা অতর্কিতে হামলা চালিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা অসীম কুমার সাহা বাংলানিউজকে জানান, আহত আহসান উল্যাহর মাথা, কোমর ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোষীদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫