ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হরতালেও ময়মনসিংহে যানজট বিড়ম্বনা

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
হরতালেও ময়মনসিংহে যানজট বিড়ম্বনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: হরতাল চলাকালেও অসহনীয় যানজটে পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকার গণপরিবহনগুলোকে।

বুধবার (৪ মার্চ) সকাল থেকেই এই অবস্থা পাটগুদাম ব্রিজ মোড় এলাকা এবং এলজিইডি অফিসের সামনের সড়কের।

মঙ্গলবার (৩ মার্চ) সকালের পর থেকেই থমকে যায় শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও হালুয়াঘাটে চলাচলকারী যানবাহন। এতে নাকাল হতে হয় বিভিন্ন রুটে চলাচলকারী শত শত যাত্রীকে।

সরেজমিন দেখা গেছে, চলমান হরতাল-অবরোধের মতো কর্মসূচির মধ্যেও সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হচ্ছে।

যানজটে আটকে থাকা বাস যাত্রী সোলায়মান জানান, তিনি গাজীপুরের উদেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু দীর্ঘ যানজট আর ভ্যাপসা গরমে বাসের ভেতর অতিষ্ঠ হয়ে উঠেছেন।

সোলায়মান বলেন, যানজটের কারণে থেমে থেমে যানবাহন চলছে। যেখানে সেখানে যাত্রী ওঠানামা আর বাস দাঁড় করিয়ে রাখায় মুহূর্তের মধ্যে যানজট বেধে যাচ্ছে। আর এসব ধকল সহ্য করতে হচ্ছে যাত্রীদের।

কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট ওয়াসিম সরকার যানজটের বিষয় স্বীকার করে বলেন, হরতালে এখন যান চলাচল একেবারেই স্বাভাবিক হয়ে গেছে। এ কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে যানজট লেগেই থাকে। যানজট নিয়ন্ত্রণে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

ব্রিজমোড়ের যানজটের এ প্রভাব পড়েছে সেখানকার এলজিইডি অফিসের সামনের সড়কেও। দীর্ঘ যানজটে আটকে রয়েছে সারি সারি পণ্যবাহী ট্রাক, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা।

কথা হয় যানজটে আটকে থাকা ট্রাক চালকের সঙ্গে। তিনি বলেন, আগেও এখানে জ্যাম লেগে থাকতো, এখনও লেগে থাকে। কারণ সবাই এখন রাস্তায় বের হয়। কেউ আর হরতাল মানছে না। এ অবস্থা চলতে থাকলে রাজনৈতিক দলগুলো হরতাল দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলবে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।