ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে অভিজিৎ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
ঝালকাঠিতে অভিজিৎ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠিতে ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

মানবাধিকার সংগঠন ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’র জেলা শাখা বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।


 
মানববন্ধন চলাকালে মানবাধিকার কমিশনের জেলা সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি গোলাম সাঈদ খান, যুবনেতা হাফিজ আল মাহমুদ ও হাবিবুর রহমান হাবিল, ওয়ার্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দীপু লাল দাস, প্রজন্ম সাহিত্য সংসদের সভাপতি উজ্জ্বল মজুমদার, ব্লগার জালাল আহম্মেদ, রাজনীতিবীদ মহিউদ্দিন চুন্নু, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর হোসেন, ছাত্রনেতা আবুল ফজল আজিম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ব্লগার অভিজিৎ রায়সহ সব মুক্তচিন্তাবীদ হত্যার বিচার দাবি করে দেশব্যাপী আগুন সন্ত্রাস ও নাশকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বৃষ্টি উপেক্ষা করে মানবাধিকার কর্মী ছাড়াও জনপ্রতিনিধি, ব্লগার, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী, ক্রীড়া সংগঠক, ব্যবসায়ীসহ বিশিষ্টজনরা কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।