ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জেআর পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৯০ ভরি সোনাসহ সুনীল কর্মকার ও ওবাইদুল নামে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এ তল্লাশি চালানো হয়।
সুনীল পাশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাজার পাড়ার ষষ্ঠি কর্মকারের ছেলে ও ওবাইদুল একই এলাকার ফয়জুল্লার ছেলে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম শাহিন বাংলানিউজকে জানান, গোপন খবরের ভিত্তিতে বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা জেআর পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। ৯০ ভরি (এক কেজি ১৫০ গ্রাম) সোনাসহ সুনিল ও ওবাইদুলকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক দু’জন দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত সোনা ভারতে পাচারের জন্য ঢাকা থেকে জীবননগর সীমান্তে আনা হচ্ছিল।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫
** গাংনীতে সোনার বারসহ ২ পাচারকারী আটক