রাজশাহী: রাজশাহী মহানগরের শালবাগানের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে আটজন দালালকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
বুধবার (০৪ মার্চ) দুপুর দেড়টার দিকে পাসপোর্ট অফিস থেকে আটকের পর র্যাব সদস্যরা তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।
এ সময় আটজনের মধ্যে দু’জনের কারাদণ্ড ও চারজনের জরিমানা করা হয়। এছাড়া ছেড়ে দেওয়া হয় দু’জনকে মুচলেকা দিয়ে।
আটকরা হলেন- মহানগরের উপশহর এলাকার সোহেল রানা (৩২), সপুরা এলাকার ভাসানী সরদার ছানা (২৮), সপুরা এলাকার সুমন সরকার (৩৮) ও শাহীন হোসেন (৩২), শালবাগান এলাকার শহীদুল হক (৩৮), ভাটাপাড়া এলাকার মনিরুল ইসলাম (৩০), পুঠিয়া উপজেলার নন্দিপাড়া গ্রামের জুয়েল প্রামানিক (২৩) ও দুর্গাপুর উপজেলার হুজাপুর গ্রামের বাবুল হোসেন (৩০)।
র্যাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার জানান, দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি দল দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে যায়। এ সময় বিভিন্ন স্থান থেকে পাসপোর্ট করতে আসা লোকজনের সঙ্গে কথা হয়। পরে হয়রানির ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ওই আটজন দালালকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম আটকদের মধ্যে সোহেল রানা ও ভাসানী সরদারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অপরদিকে মনিরুল, শাহীন, শহীদুলকে ২০০ এবং সুমন সরকারকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি দু’জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয় মুচলেকা নিয়ে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫