ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতালে ১৩দিন পর মারা গেলেন অজ্ঞাতপরিচয় ব্যক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
হাসপাতালে ১৩দিন পর মারা গেলেন অজ্ঞাতপরিচয় ব্যক্তি

চুয়াডাঙ্গা: মাথায় আঘাত পেয়ে ১৩দিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে মারা গেছেন অজ্ঞাত‍পরিচয় এক ব্যক্তি।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর বছর।

সংশ্লিষ্টরা জানান, গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) সদর উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনের সামনে মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। পরে দিনগত রাত ১০টার দিকে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসেন। ১৩দিন চিকিৎসাধীন থাকার পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

মশিউর রহমান জানান, নিহত ব্যক্তির স্বজদের সন্ধান পাওয়া না গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।