রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে টিপু সুলতান ওরফে তপু (২৬) নামে অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে র্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের একটি দল উপজেলার টাঙ্গন এলাকা থেকে তাকে আটক করে।
আটক তপু ওই এলাকার বেলাল আলীর ছেলে।
র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে নাটোর থেকে নাদিম মাহমুদ (১৭) নামে এক কিশোরকে অপহরণ করে এ চক্রের সদস্যরা।
এরপর অজ্ঞাত স্থানে নাদিমকে আটকে রেখে মোবাইল ফোনে তার পরিবারের কাছে তিন লাখ ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা।
এ বিষয়ে ভুক্তভোগীর বাবা র্যাব-৫ এর কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে নাদিমের সন্ধানে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেন র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা।
কিন্তু অভিযানের বিষয়টি টের পেয়ে অপহৃতকে রাজশাহী মহানগরের মতিহার থানার বিনোদপুর এলাকার একটি বাস কাউন্টারে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।
এরপর নাদিমকে নিয়ে বুধবার দুপুরে টাঙ্গন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্য তপুকে আটক করা হয় বলে জানান র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম।
তিনি জানান, বর্তমানে তপুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের অন্যদের আটক করতে অভিযান অব্যাহত আছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসএস/এমএ