ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কর্মশালা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
সারিয়াকান্দিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কর্মশালা

সারিয়াকান্দি(বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক’র শিক্ষা কর্মসূচির আওতায় ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানো বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে স্থানীয় ফুলবাড়ী গমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়।



অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সারিয়াকান্দি উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, ব্র্যাকের এরিয়া ম্যানেজার জহুরুল ইসলাম, কর্মশালার সমন্বয়ক সানভিন আকতার, স্থানীয় মথুরাপাড়া বি কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফায়েল আহম্মেদ, ফুলবাড়ী গমির উদ্দিন স্কুল অ্যন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখছেদুল আলম প্রমুখ।

বক্তারা জানান, বর্তমান তীব্র প্রতিযোগিতার এই যুগে ইংরেজিতে দক্ষতা বাড়ানো বিকল্প নেই। পেশাগত জীবনে সফল হওয়ার জন্য এই ভাষায় দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি।

কর্মশালায় ফুলবাড়ী ও মথুরাপাড়া স্কুলের ৬০ শিক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।