ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ইতালির রাষ্ট্রদূত বললেন

বাংলাদেশে নিরাপত্তার কোনো কমতি নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
বাংলাদেশে নিরাপত্তার কোনো কমতি নেই ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা

ঢাকা: বাংলাদেশে নিরাপত্তার কোনো কমতি নেই, এই দেশ খুবই ভালো। সব ধর্মের মানুষের জন্যই নিরাপদ।

এমনই মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা।

এ সময় তার সঙ্গে থাকা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ১৯৭১ সালের চেতনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের এখন কাজ করে যেতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে কাজ করতে হবে। তবে কিছু দুষ্টু প্রকৃতির লোক আছে দেশে। এড়িয়ে চলতে হবে তাদের। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে কোনো সাম্প্রদায়িতক শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠেছে না পারে, তাদের প্রতিহত করতে হবে।

বুধবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজা কমিটির আয়োজনে মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তারা এ কথা বলেন।

এ সময় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ধর্ম সবার, রাষ্ট্র সবার। উৎসবও সবার। তাই হচ্ছে দেশে। এটি খুবই ভালো লক্ষণ।

ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা বলেন, বাংলাদেশে এই ধরনের আয়োজন খুবই মজার। সুন্দর দেশ এটি। নিরাপত্তার কোনো কমতি নেই এখানে। বাংলাদেশের এই ধরনের আয়োজনে আসতে পেরে আমি বেশ খুশি।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ইতালির সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক। ব্যবসায়ীক ক্ষেত্রে তারা আমাদের অন্যতম সহযোগী। এর প্রেক্ষিতে রাষ্ট্রদূতও জানান, বাংলাদেশ তাদের ভালো বন্ধু, ভবিষ্যতে এই সম্পর্ক আরও এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, আক্টোবর ২১, ২০১৫
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।