মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চান মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার গোপিনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
চান মিয়া পৌর এলাকার গোপিনাথপুর গ্রামের আহামদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে চান মিয়া তার টং ঘরে কাজ করছিলেন। এক পর্যায়ে ছেঁড়া তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমজেড