ঢাকা: রাজধানীর পল্লবীতে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে পল্লবীর শাহপরান বস্তি সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম জনি (২৩)। তিনি পল্লবীর সেকশন ১২’র শহীদবাগ পূর্ব বস্তির শরিয়ত উল্লাহ ওরফে সেলিমের ছেলে।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জনির হাত-পা বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত জনির মা মোনোয়ারা জানান, গত শনিবার (১৭ অক্টোবর) থেকে সে নিখোঁজ। পরে পল্লবী থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জনি পুলিশের সোর্স ছিল উল্লেখ করে মোনোয়ারা অভিযোগ করেন, বেশ কিছুদিন আগে মুকুল নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশের হাতে ধরিয়ে দেয় জনি। মুকুলই তাকে হত্যা করেছে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএইচএস/আরএইচ