হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্ত থেকে ৭১ পিছ নেশাজাতীয় ইনজেকশন ও দুই বোতল মদসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে সীমান্ত এলাকার জিলাপি পট্টি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নওগাঁ জেলার আত্রাই উপজেলার আড়াটিয়া বড়ডাঙ্গা গ্রামের মকবুল প্রামাণিকের ছেলে আসলাম প্রামাণিক (৩০) এবং একই এলাকার রানীনগর উপজেলার গুণাউত্তরপাড়া গ্রামের আকবর হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩২)।
বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক বাংলানিউজকে জানান, মাদক নিয়ে ভারত থেকে দেশে প্রবেশের সময় জিলাপি পট্টি থেকে দুই যুবককে আটক করা হয়। পরে মালামালসহ তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমজেড