ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘ডোরেমন-হিন্দী নয়, নিজ সংস্কৃতি শিখুক শিশুরা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
‘ডোরেমন-হিন্দী নয়, নিজ সংস্কৃতি শিখুক শিশুরা’ ছবি: দীপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডোরেমন দেখে দেখে হিন্দী শেখা নয়, নিজ দেশের সংস্কৃতিতে শিশুদের আগ্রহী করতে হবে। এজন্য প্রয়োজন শিশুদের পর্যাপ্ত খেলাধুলা ও সাংস্কৃতিক কমর্কাণ্ডের সঙ্গে সম্পৃক্তি বাড়ানো।



অভিভাবকদের প্রতি এ আহবান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব ২০১৫'র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন মন্ত্রী।

এ সময় প্রতি বছর পর্যটনের তহবিল থেকে এক লাখ টাকা করে ডিআরইউ পরিবারের শিশুদের অনুষ্ঠানের জন্য দেওয়ার ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, শিশুরা হিন্দী অনুষ্ঠান দেখে বিদেশি সংস্কৃতি ও ভাষা বেশি শিখছে। এটা ভালো নয়। শিশুদের পরিপূর্ণ বিকাশের সুযোগ সুবিধা দিতে হবে।

উৎসবে সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। বক্তব্য শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্পী তিমির নন্দী। তিনি উৎসবে বিচারকের ভূমিকায় ছিলেন।

এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফজাল পারভেজ বক্তব্য রাখেন।

সকালে উৎসবের উদ্বোধন করেন শিল্পী হাশেম খান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসকেএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।