ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় ফেনসিডিল-গাঁজা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আখাউড়ায় ফেনসিডিল-গাঁজা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ১৫০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী মিনারকোট গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।

তবে, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।  
 
বিজিবি জানায়, দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাঘুটিয়া ক্যাম্পের একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মিনারকোট গ্রামে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।
 
বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।