ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ১৫০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী মিনারকোট গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাঘুটিয়া ক্যাম্পের একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মিনারকোট গ্রামে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমজেড