ঢাকা: রাজধানীর গাবতলীতে কর্তব্যরত অবস্থায় ছুরিকাঘাতে নিহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহীম মোল্লার হত্যার সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর রাজারবাগে নিহত এএসআই ইব্রাহীমের জানাজা শেষে এমন ইঙ্গিত দেন আইজিপি।
তিনি বলেন, এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত করছে। এ ঘটনায় গ্রেফতারকৃত মাসুদ রানা মূল হত্যাকারীর সহযোগী। মূল অপরাধী পলাতক রয়েছেন।
মাসুদকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে অন্যান্যদের গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে বলেও জানান আইজিপি শহীদুল হক।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গ্রুপ, যারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করে- এমন একটি সংগঠনের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পুলিশ মহপরিদর্শক আরও বলেন, এএসআই ইব্রাহীম অত্যন্ত সাহসের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়া নির্দেশ অনুযায়ী তিনি সন্দেহভাজনদের দেহ তল্লাশিসহ করছিলেন, এমন সময় তিনি ছুরিকাঘাতের শিকার হন। খুব শিগগিরই এই হত্যার মূল রহস্য উদঘাটিত হবে।
এই হত্যাকাণ্ডে জামায়াতের সম্পৃক্ততা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি ইঙ্গিত দিয়ে বলেন, গ্রেফতার হওয়া মাসুদের বক্তব্যে এমন তথ্যই বেরিয়ে আসছে। আমরা তথ্যগুলো যাচাই করে দেখছি। তদন্ত শেষে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।
হত্যার পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, মাসুদের তথ্যানুযায়ী আমরা কামরাঙ্গীরচর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছি। গাজীপুর থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে আমরা বুঝতে পারবো এই ঘটনার পরিকল্পনাকারী কারা।
জানাজা শেষে এএসআই ইব্রাহীমের মরদেহ তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানার পালাপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। তার স্ত্রীর নাম খাইরুন নেসা। তাদের ঘরে ছোট্ট দুটি সন্তান রয়েছে।
জানা গেছে, এএসআই ইব্রাহিম মোল্লা ২০০৩ সালে পুলিশের চাকরিতে কনস্টেবল হিসেবে যোগ দেন। পরে ২০১২ সালে এএসআই পদে পদোন্নতি পেয়ে রাজধানীর ভাষানটেকে দায়িত্ব পালন শুরু করেন।
সর্বশেষ রাজধানীর দারুসসালাম থানায় দায়িত্ব পালনকালে বৃহস্পতিবার (২২ অক্টোবর) গাবতলী বাসস্ট্যান্ড সংলগ্ন পর্বত সিনেমা হলের সামনের চেকপোস্টে
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন এএসআই ইব্রাহীম।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এনএইচএফ