ঢাকা: রাজধানীর দক্ষিন কমলাপুরে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন রাফিউল রহমান (৩২) নামের এক যুবক।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা দেড়টার দিকে দক্ষিণ কমলাপুরের ৩৬/এ নম্বর বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
খলিলুর রহমান এ ব্যাপারে বাংলানিউজকে জানান, দুপুর দেড়টার দিকে বাসার রান্নাঘরে নিজের গলায় নিজেই ছুরি চালায় রাফিউল। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে দুপুর ৩টায় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি খলিলুর রহমান। তবে বিবাহিত ও এক সন্তানের জনক রাফিউল মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজ্জামেল হক জানান, মরদেহটি জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএইচএস/আরএইচ