ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর কমলাপুরে যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
রাজধানীর কমলাপুরে যুবকের আত্মহত্যা

ঢাকা: রাজধানীর দক্ষিন কমলাপুরে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন রাফিউল রহমান (৩২) নামের এক যুবক।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা দেড়টার দিকে দক্ষিণ কমলাপুরের ৩৬/এ নম্বর বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

বহুতল এই ভবনটির তৃতীয় তলার বাসিন্দা ছিলেন তিনি। তার বাবার নাম খলিলুর রহমান।

খলিলুর রহমান এ ব্যাপারে বাংলানিউজকে জানান, দুপুর দেড়টার দিকে বাসার রান্নাঘরে নিজের গলায় নিজেই ছুরি চালায় রাফিউল। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে দুপুর ৩টায় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি খলিলুর রহমান। তবে বিবাহিত ও এক সন্তানের জনক রাফিউল মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজ্জামেল হক জানান, মরদেহটি জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।