ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুমেক হাসপাতাল থেকে পালালো আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
কুমেক হাসপাতাল থেকে পালালো আসামি

কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে কামরুল নামে এক আসামি পালিয়ে গেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কুমেকের আশেপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

আসামি কামরুল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (ওসি, তদন্ত) আইয়ূব বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় কামরুলকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি পায়ে ব্যথা পাস।

শুক্রবার দুপুরে পায়ে ব্যথা অনুভূত হলে তাকে কুমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে এক পর্যায়ে হাতকড়াসহ পালিয়ে যান কামরুল।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫/আপডেটেড: ১৮০০
এএটি/এটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।