নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাজার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বাজার এলাকার বাসিন্দা অরুণ চন্দ্র সাহা (৭৫) ও তার স্ত্রী হেনা রানী সাহা (৫৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। দুপুরে বিষয়টি পুলিশে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দু'টি উদ্ধার করে।
নেত্রকোনা জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী বাংলানিউজকে জানান, অরুণ সাহার গলা কাটা এবং তার স্ত্রী হেনার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমজেড