জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় জাহিদুল ইসলাম (২৭) নামে এক পোশাক কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুরাতন ব্রহ্মপুত্রের শাখা ছোট ব্রহ্মপুত্র নদের পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
জাহিদুল ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের কান্দারচর গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, জাহিদুলের বাবা মারা যাওয়ার পর থেকেই জাহিদুল ঢাকায় তার মায়ের সঙ্গে থেকে পোশাক কারখানায় কাজ করতেন। মঙ্গলবার ঢাকা থেকে মাকে সঙ্গে নিয়ে ইসলামপুরে তার চাচা শহীদুলের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ওই বাড়িতেই ঘুমিয়ে যান তিনি।
শুক্রবার সকালে ছোট ব্রহ্মপুত্র নদের পাড়ে জাহিদুলের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন ই আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এএটি/এমজেড