ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সুরমায় চলছে প্রতিমা বিসর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
সুরমায় চলছে প্রতিমা বিসর্জন

সিলেট: শোভাযাত্রা আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫ দিন ব্যাপী দুর্গোৎসব। অশ্রুসিক্ত নয়নে মা দুর্গাকে সুরমা নদীতে বিসর্জন দিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীরা।



শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল থেকে নগরীর বুক চিড়ে বয়ে যাওয়া সুরমা নদীতে চলছে বিসর্জনের আনুষ্ঠানিকতা।

ঢাক-কাঁসরের বাদ্য-বাজনা, আরতি ও পূজারি-ভক্তরা বিকেল থেকে একে একে বের করছেন বিজয়া দশমীর শোভাযাত্রা। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা মিলিত হচ্ছে সুরমা নদী সংলগ্ন চাঁদনীঘাট ক্কিন ব্রিজ এলাকায়। দুর্গা বিসর্জন উপলক্ষ্যে ক্কিন ব্রিজ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।  

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, বিসর্জন উপলক্ষে নগরীর সুরমার তীরে চাঁদনীঘাট এলাকায় নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বর্তমানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা চলছে বলে জানান তিনি।

পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা পৃথিবীতে এসেছেন ঘোড়ায় চড়ে। আর স্বর্গে স্বামীর ঘরে ফিরছেন পালকিতে চড়ে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।