ঢাকা: ঢাকঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে দেবীর চরণে শেষ অর্ঘ্য নিবেদন শেষে দুর্গতিনাশিনী, মহাশক্তি, মহামায়া দেবীদুর্গাকে বিসর্জন দেওয়া চলছে। তিথি অনুযায়ী, দেবীদুর্গাকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) আনুষ্ঠানিক বিদায় জানান পুরোহিত ও পূজারিরা।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকে রাজধানীর পুরান ঢাকার বাদামতলী, সোয়ারিঘাট, ওয়াইজঘাটে মাকে বিসর্জন দেওয়া শুরু করেন ভক্তরা। দ্রুত সময়ের মধ্যে বিসর্জনের পর্ব শেষ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসবের ৫ দিনের নানা আয়োজন ও অনুষ্ঠান।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩৩ মিনিটে ঢাকেশ্বরী মন্দিরে নবমীর কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয়। ৯টা ৫৭ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয় দশমীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জন।
শেষবারের মতো দেবীর আশীর্বাদ কামনায় নারী, পুরুষ, শিশু-কিশোর সব বয়সের ভক্ত নিবিষ্ট মনে প্রার্থনা করেন। সন্ধ্যার পর চলে আরতি অনুষ্ঠান ও প্রতিযোগিতা। আরতির পর আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, কবিতা আবৃতি, ভজন সঙ্গীত, নৃত্যানুষ্ঠান। এছাড়া উৎসব উপলক্ষে রয়েছে স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচি।
পূজা কমিটির সংশ্লিষ্টরা জানান, বিকেল তিনটার পর থেকেই রাজধানীর সোয়ারিঘাটে প্রতিমা বির্সজন দেওয়া শুরু হয়। তবে চারটার পর থেকে প্রতিমা বিসর্জনের সংখ্যা বেড়ে যায়।
সনাতন বিশ্বাস ও পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্ত্যলোকে এসেছেন নৌকায় চড়ে। আর দেবী স্বর্গালোকে বিদায় নিবেন দোলায় (পালকি) চড়ে।
এবারের শারদীয় দুর্গোৎসবে ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মঠ, নগরীর পুরান ঢাকার সূত্রাপুর, শাঁখারীবাজার, তাঁতীবাজার, বসুন্ধরা এলাকায় ভক্তদের বেশি ভিড় লক্ষ্য করা যায়।
তবে বনানী মাঠে আয়োজিত দুর্গা পূজার নানা আনুষ্ঠানিকতা সবার নজর কেড়েছে। প্রতিটি পূজামণ্ডপের সাজসজ্জা ও বর্ণিল আলোক বিন্যাস ছিল অভূতপূর্ব ও চোখ ধাঁধানো। প্রতিমার গড়নেও ছিল ভিন্ন রূপ, রঙ।
রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে ওয়াইজঘাটে। আর উত্তরের প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে আশুলিয়া এলাকার বিডব্লিউটিএ ঘাটে।
দুপুরে গুলশান-বনানী সার্বজনীন পূজা পরিষদের পক্ষ থেকে বিনয় কুমার জানান, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিমাগুলো আশুলিয়া এলাকায় বিসর্জন দেওয়া হবে। আর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি জানান, দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিমাগুলো ওয়াইজঘাটে বিসর্জন দেওয়া হবে।
দুপুরে বনানী পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, শেষ মুহুর্তে মাকে ভক্তদের বিদায় দেওয়ার দৃশ্য। অনেকেই শোভাযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
রাজধানীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে নির্দিষ্ট জায়গায় প্রতিমা বিসর্জন দেওয়া হবে বলে জানান আয়োজকরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) শুভ বিজয়া দশমী তিথিতে দেবী দুর্গাকে সিঁদুর উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।
রাজধানীতে ২২৫টি এবং সারাদেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে এবার দুর্গাপূজা উদযাপিত হয়েছে।
১২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
একে/জেডএস