ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশেই হচ্ছে ২০১৭ এর আইপিইউ সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
বাংলাদেশেই হচ্ছে ২০১৭ এর আইপিইউ সম্মেলন ডেপুটি স্পিকার অ্যাড. মো. ফজলে রাব্বী মিয়া

ঢাকা: আগামী ২০১৭ সালের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. মো. ফজলে রাব্বী মিয়া।

শুক্রবার (২৩ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আইপিইউ এর ১৩৩ম সম্মেলন শেষে দেশে ফিরে তিনি এ কথা জানান।



তিনি আরও জানান, বিশ্বের পার্লামেন্টসমূহের শীর্ষ সংগঠন আইপিইউ-এর অ্যাসেম্বলি বাংলাদেশে আয়োজনের বিষয়টি অত্যন্ত গৌরব ও সম্মানের।

এর আগে ২০১৪ সালের অক্টোবর মাসে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এবং  আইপিইউ-এর প্রেসিডেন্ট হিসেবে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী নির্বাচিত হয়ে দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনেন। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে আইপিইউ-এর ১৩৬তম অ্যাসেম্বলির আয়োজক হওয়ার বিষয়ে সদ্য সমাপ্ত অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করা হলে তা গৃহীত হয়।

১৩৩ তম আইপিইউ সম্মেলনে যোগদানকারী বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা হলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, এবিএম ফজলে করিম চৌধুরী, মো. নুরুল ইসলাম সুজন, মইন উদ্দীন খান বাদল, ফজলে হোসেন বাদশা, হাজী মোহাম্মদ সেলিম, শিরিন নাঈম, রওশন আরা মান্ন‍ান, সেলিম উদ্দিন, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।