রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে নাদিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় তার বাড়ি থেকে নাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
নাদিয়া আক্তার ওই এলাকার শুক্কুর আলীর স্ত্রী।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, বিকেলে তার বাড়িতে নাদিয়া আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, স্থানীয়দের দেওয়া এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এএটি/এটি