রাজশাহী: অন্যের হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গিয়ে র্যাবের হাতে আটক হয়েছেন ১২ জন। এর মধ্যে জালিয়াতি চক্রের চার হোতা ও চার ভুয়া পরীক্ষার্থী রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আব্দুস সালাম জানান, বেলা সকাল ১১ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা জালিয়াত চক্রের চারজন ও চারজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে।
অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার সময় আটক চার ভুয়া পরীক্ষার্থী হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের ছাত্র ও কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দুর্গাপুর গ্রামের গাজী রহমানের ছেলে মাইদুল ইসলাম (২৪), ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ছাত্র ও টাংগাইলের গোপালপুর থানার খামারপাড়া এলাকার গফুর মিয়ার ছেলে সাইম আহমেদ (২৫), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ছাত্র ও চাঁদপুরের দালাদী গ্রামের জাফর তালুকদারের ছেলে ওসমান গনি (২৫) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র ও ময়মনসিংহের ভালুকা থানার আংগারগাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে নুর আলম (২৪)।
জালিয়াতে চক্রের চারজন হলেন, ঢাকা কলেজের অনার্সের ছাত্র ও নীলফামারীর কিশোরগঞ্জ থানার পানিয়ালপুকুর এলাকার হাছিম উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও লালমনিরহাট জেলার আদিতমারী থানার তালুক দুলালী গ্রামের এলাহী রাব্বানীর ছেলে জাকির হোসাইন (২৫), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল এলাকার মঞ্জুর রহমানের ছেলে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল মামুন (২৭), দিনাজপুর জেলার পার্বতীপুর থানার রিয়াজনগর এলাকার মোফাখারুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (২৯)।
র্যাবের অভিযানে সিন্ডিকেটের ব্যবহৃত তিনটি মাইক্রোবাস, ১১টি মোবাইল সেট, ১২টি ভুয়া প্রবেশপত্র এবং নগদ এক লাখ ১১ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া জাকিরের ব্যবহৃত স্মার্ট ফোনের মধ্যে ৮০ জন ভুয়া পরীক্ষার্থীর বিবরণ পাওয়া গেছে বলেও জানান মেজর আব্দুস সালাম।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএস/এমজেএফ/