ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরায় প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
বসুন্ধরায় প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘সার্বজনীন পূজা কমিটি’র উদ্যোগে এবারই প্রথমবারের মতো বৃহৎ পরিসরে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সারা দেশের মতো বসুন্ধরা আবাসিক এলাকার ভক্তরাও দেবী দুর্গাকে বিসর্জন দেন।

সন্ধ্যা ৬টায় আশুলিয়ার তুরাগ নদীতে দুর্গার প্রতিমা বিসর্জন দেন বসুন্ধরার সনাতন ধর্মাবলম্বীরা। এর মাধ্যমে শেষ হলো ষষ্ঠীপূজা ও দেবীর বন্দনায় শুরু হওয়া পাঁচ দিনব্যাপী উৎসবের মূল আনুষ্ঠানিকতা।

দেবী দুর্গার বিদায় বেলায় ঢাকের বাদ্য আর সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। ঢাকঢোল, কাঁসর ও শাঁখের ধ্বনির মাধ্যমে বিদায় দেওয়া হয় মা দুর্গাকে।

বসুন্ধরা পূজা মন্ডপে দুর্গাকে বিদায় দেওয়ার মুহূর্তে দেখা যায়, মায়ের বিদায়ে অশ্রুসিক্ত ভক্তরা। প্রতিমাবাহী তিনটি ট্রাক তুরাগ নদী অভিমুখে গেলে তার পেছনে পেছনে ভক্তরাও পায়ে হেঁটে যেতে থাকেন।
 
দুর্গা দেবীর বিদায় বেলায় বাদল ঘোষ নামে এক ভক্ত বাংলানিউজকে বলেন, পাঁচ দিন অনেক আনন্দ করলাম, মায়ের বিদায় বেলায় অনেক খারাপ লাগছে। ছেলে-মেয়েরাও অনেক আনন্দ করেছে। তাদেরও অনেক খারাপ লাগছে। এটা বেদনার মুহূর্ত। দেবীর বিদায় বিসর্জন খারাপ লাগারই কথা।
 
তিনি বলেন, এত বড় পরিসরে দুর্গাপূজা উদযাপনের ব্যবস্থা করে দেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

বসুন্ধরা সার্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি পবিত্র সরকার বলেন, বড় পরিসরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা শেষ হলো। এজন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই। বসুন্ধরা গ্রুপ আর্থিক সহায়তার পাশাপাশি নিরাপত্তাও দিয়েছে। তাদের এ আয়োজন সনাতন ধর্মাবম্বলীদের কাছে আশীর্বাদের মতো। সার্বজনীন পূজা উৎসবের আয়োজনে বসুন্ধরা গ্রুপকে কাছে পেয়েছি।

এবার খুবই শান্তিপূর্ণভাবে পূজা শেষ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই বসুন্ধরা পূজা মন্ডপ পরিদর্শন করে গেছেন বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমআইএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।