বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় কাঠবোঝাই টমটমের সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফকিরবাড়ি এলাকায় আমতলী–কলাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কলাপাড়া উপজেলার পাখিমারা ইউনিয়নের মোতালেব গাজির ছেলে সাইফুল, মহিপুর ইউনিয়নের সুদিরপুর গ্রামের নেছারীর ছেলে রাসেল এবং কুয়াকাটার মোটরসাইকেল চালক সোলায়মান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে ফকিরবাড়ী এলাকায় আমতলী-কলাপাড়া সড়কে কাঠ বোঝাই একটি টমটম থেমে ছিল। সন্ধ্যায় কলাপাড়া থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল টমটমটির সঙ্গে ধাক্কা খায়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়।
আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, আমতলী কলাপাড়া সড়কে টহলরত অবস্থায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫/আপডেটেড:২১১৬
এমজেড