সিলেট: সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং তথ্য অধিকার আইন-২০০৯ ও নৈতিকতা বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা তথ্য অফিস সিলেট।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ।
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ।
সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এনইউ/জেডএস