ফরিদপুর: ফরিদপুর সদরে স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের মঙ্গলকোর্ট গ্রামের বাসিন্দা জাকির হোসেনের বাড়ি থেকে তার স্ত্রী ভানু বেগমের (২৫) লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
ভানু বেগম পাশের সালথা উপজেলার ভাবুবদিয়া গ্রামের বাহাদুর খাঁর মেয়ে। ভানু বেগমের তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল হাসান শেখ জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহতের বাম কানের পাশে জখমের চিহ্ন পাওয়া গেছে।
লাশ উদ্ধারের আগেই ওই গৃহবধূর স্বামী জাকির হোসেন, শ্বশুর অখিল মোল্লাসহ বাড়ির লোকজন পালিয়ে যান বলেও জানান এসআই।
ভানু বেগমের বাবা বাহাদুর খাঁ অভিযোগ করেন, যৌতুকের দাবি মেটাতে না পারায় তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, ভানু বেগমের বাবার অভিযোগ, যৌতুকের দাবি মেটাতে না পেরে স্বামী জাকির হোসেন তার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমজেএফ/