লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় তুহিন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তুলাতলি এলাকায় রায়পুর-খাসেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় রবিন নামে আরেক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত তুহিন উপজেলার মহাদেবপুর গ্রামের প্রবাসী ইব্রাহিমের ছেলে। আহত রবিন একই এলাকার জাকির হোসেনের ছেলে।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক রাসেলসহ ভ্যানটি আটক করেছে স্থানীয়রা। আটক চালকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, বিকেলে তুহিন ও রবিন স্থানীয় খাসেরহাট বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলো। পথে তুলাতুলি এলাকায় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তুহিনের মৃত্যু হয়।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এএটি/এমজেড