ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মরা গরুর মাংস বিক্রি করায় ৩ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
বগুড়ায় মরা গরুর মাংস বিক্রি করায় ৩ জনের কারাদণ্ড

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় মরা গরুর মাংস বিক্রির দায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুবায়েত খানের ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।



এ তিনজন হলেন- উপজেলার চোপীনগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত গোলাম উদ্দিনের ছেলে গরুর মালিক হাফিজার রহমান (৪৫), শাহনগর গ্রামের মোজাম প্রামাণিকের ছেলে কসাই শফিকুল ইসলাম (৪০) ও বেজোড়া গ্রামের আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে কসাই রফিকুল ইসলাম (৩৫)।

সন্ধ্যায় শাজাহানপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তাজমিলুর রহমান বাংলানিউজকে জানান, বনানী সুলতানগঞ্জ হাটে মরা গরুর মাংস বিক্রি করার খবর গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে ওই তিন জনকে হাতেনাতে আটক করা হয়।

পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুবায়েত খানের আদালতে হাজির করা হয়। আদালত স্বীকারোক্তি পেয়ে গরুর মালিক হাফিজার রহমান ও কসাই শফিকুল ইসলামকে ছয় মাস এবং অপর কসাই রফিকুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড দেন।
 
পরে আদালতের নির্দেশে মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।
 
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।