ঢাকা: বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের প্রয়াত যুগ্ম সম্পাদক ফারুক বিন সোলায়মান জুয়েলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে (বাদ জুমা) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া গ্রামের মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালে ১৭ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মাত্র ৩৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর পর পরিবারের অর্থায়নে ফারুকের গ্রামে ‘ফারুক বিন সোলায়মান জামে মসজিদ’ নির্মাণ করা হয়। তার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সোলায়মান, সহ-সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, নির্বাহী সদস্য নুরুল ইসলাম তপু, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আলীনূর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এটি