খুলনা: হিন্দু সম্প্রদায়কে উৎসবে মাতিয়ে ‘দুর্গতিনাশিনী’ দেবীর ‘বাবার বাড়ি বেড়ানো’ শেষ হলো।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিজয়া দশমীতে ‘বিহিত পূজা’ আর ‘দর্পণ বিসর্জনের’ মধ্য দিয়ে দুর্গাপূজার শাস্ত্রীয় সমাপ্তি ঘটে।
সাধারণত নবমীর পরদিন দশমী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি হলেও এবার নবমী ও দশমীর তিথি বৃহস্পতিবার (২২ অক্টোবর) একই দিনে হওয়ায় বিসর্জনের ব্যবস্থা হয়েছে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে।
শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শেষ হলেও মণ্ডপে মণ্ডপে ঘুরে দেবী বিসর্জনের সময় দর্শনার্থী ও ভক্তদের উপচেপড়া ভিড় দেখা যায়।
শুক্রবার সন্ধ্যা থেকে নারীরা দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর পরান এবং মিষ্টি মুখ করান। পরে মন্দিরে আগত নারীরা একে অপরের সিঁথিতে সিঁদুর বিনিময় করেন। সন্ধ্যার পর আলোসজ্জা এবং শোভাযাত্রাসহ প্রতিমা নিয়ে নগর প্রদক্ষিণ শেষে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন হয়।
নগরীর জেলখানা ঘাট, খালিশপুর চরের হাট ঘাট এবং দৌলতপুর বিএল কলেজ ঘাটে দেবী দুর্গার বিসর্জন অনুষ্ঠিত হয়।
এদিকে শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু এবং হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের মহানগর সভাপতি অমিয় সরকার গোরা।
খুলনা পূজা উদযাপন পরিষদের সূত্রে জানা গেছে, এবার সমগ্র খুলনায় মোট ৯১৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মহানগরীতে ১১৫টি ও জেলার ৯টি উপজেলায় ৮০১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য মণ্ডপগুলো হলো- শীতলাবাড়ি, শিববাড়ী, তালতলা আর্য্য কালী মন্দির, পঞ্চবীথি, আর্য্য ধর্মসভা, বড়বাজার, দোলখোলা, কয়লাঘাট কালীবাড়ি, ওমানন্দ শিবমন্দির, মহেশ্বরপাশা বনিকপাড়া, সাহেবের কবরখানা, রূপসা উপজেলার দুর্জনীমহল, আইচগাতি, পিঠাভোগ, বটিয়াঘাটা উপজেলার শৈলমারী, ঝড়ভাঙ্গা, হোগলাডাঙ্গা, জলমা, ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া পূঁজামণ্ডপ, চুকনগর মালো পাড়া, খর্ণিয়া বাজার, দাকোপ উপজেলার চালনা বাজার, বউমার গাছতলা, লাউডোব, পোদ্দারগঞ্জ, লক্ষ্মীখোলা, পাইকগাছা উপজেলার কপিলমুনি মিলনমন্দির, পাইকগাছা বাজার, তেরখাদা উপজেলার আমতলা উত্তরপাড়া, দিঘলিয়া উপজেলার মাঝিরগাতি হাইস্কুল, গাজিরহাট, ফুলতলা বাজার বনিক সমিতি, জামিরা বাজার, মাতৃসেবা, দামোদর গাছতলা ও কয়রা উপজেলার আমাদি বাজার, চান্নিরচক, সুরখালী, মহেশ্বরীপুর, ভাগবা ও খড়িয়া।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমআরএম/এমজেএফ/