রংপুর: রংপুরের তারাগঞ্জে মনছুর আলি পাটোয়ারি দুলাল নামে এক মুক্তিযোদ্ধাকে লক্ষ্য করে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আলি হায়াৎ খান ভানুর ছেলে শুভ খান (২২) গুলি চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে তারাগঞ্জ ঈদগাঁ মাঠের কাছে বুড়িরহাট-তারাগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার পাটোয়ারি পাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মনছুর আলি পাটোয়ারি দুলাল বিকেলে বুড়িরহাট-তারাগঞ্জ সড়কে অটোরিকশা নিয়ে বাজারে যাচ্ছিলেন। পথে ঈদগাঁ মাঠের কাছে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে শুভ খান তাকে সাইড দিতে বলেন। সাইড দিতে দেরি হওয়ায় মোটরসাইকেলের পেছনে থাকা উপজেলার কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মনছুর আলির ছেলে ব্রিটিশ মিয়া মোটরসাইকেল থেকে নেমে মুক্তিযোদ্ধা মনসুর আলিকে থাপ্পড় দেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কাজি জিকরুল হক প্রতিবাদ করেন। এতে শুভ ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে বন্দুক এনে অটোরিকশা চালককে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।
মুক্তিযোদ্ধা মনছুর পাটোয়ারি দুলাল অভিযোগ করে বলেন, পেছন থেকে মোটরসাইকেল আরোহী সাইড চাইলেও সামনে-পেছনে যানবাহনের ভিড় থাকায় সাইড দিতে পারছিলাম না। এতে মোটরসাইকেল চালক ক্ষুব্ধ হয়ে আমাকে মারতে বন্দুক দিয়ে গুলি ছোড়ে। এ সময় আমি অটোরিকশার আড়ালে লুকিয়ে রক্ষা পাই।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, গুলি করার ঘটনাটি শুনেছি। শুভ খানকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমজেড