ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুরে ১৪৪ ধারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
মহেশপুরে ১৪৪ ধারা

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর স্কুল মাঠ ঈদগাহ ময়দানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।



ভালাইপুর স্কুল মাঠ ঈদগাহ ময়দানে একই সময়ে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় এ আদেশ জারি করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা শহরে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়েছে।
 
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমান বাংলানিউজকে বলেন, একই স্থানে একই সময়ে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডেকেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ভালাইপুর স্কুল মাঠ ঈদগাহ ময়দানে শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন বাংলানিউজকে জানান, শনিবার সকাল ১০টায় ভালাইপুর স্কুল মাঠ ঈদগাহ ময়দানে মহেশপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান ও জাসাসের কেন্দ্রীয় নেতা মনির খান পাল্টা-পাল্টি সমাবেশ ডাকে। সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জাসাসের কেন্দ্রীয় নেতা মনির খান বাংলানিউজকে বলেন, শনিবার সম্পূর্ণ অবৈধভাবে মহেশপুর উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ডাকা হয়েছে। সম্মেলন প্রস্তুত কমিটিও গঠন করা হয়েছে ত্যাগী ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বাদ দিয়ে। সে কারণে আমরা এ সম্মেলনে প্রতিবাদে পাল্টা সমাবেশের ডাক দিয়েছি।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা মোতাবেক মহেশপুর উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়নি। আমাদের দাবি সব নেতাকর্মীদের নিয়ে মহেশপুর উপজেলা বিএনপির কমিটি গঠন করতে হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।