ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ের আয়োজনে ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
বাল্যবিয়ের আয়োজনে ২ জনের কারাদণ্ড

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১০ দিন ও কাজীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন- কনের বাবা উপজেলার আর্দশ পাড়ার সিরামিক ব্যবসায়ী মিজানুর রহমান (মিনু) ও  কাজী সাইদুর রহমান।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বাংলানিউজকে জানান, বিকেলে পৌরসভার আদর্শপাড়ার ব্যবসায়ী মিজানুর রহমান তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে ইউএনও মনিরা পারভীন ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১০ দিন ও বিয়ে পড়ানোর জন্য উপস্থিত হওয়ায় কাজী সাইদুর রহমানকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এএটি/এমজেড


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।