পিরোজপুর: অজ্ঞান পার্টির খপ্পরে পড়া বরগুনার জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলামকে (৫০) মুমূর্ষু অবস্থায় পিরোজপুরের একটি বাস থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত উদ্ধারের পর তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসে করে খুলনা থেকে বরিশাল যাওয়ার পথে পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে পাওয়া ব্যাগ থেকে পিরোজপুর জেলার খাদ্য কর্মকর্তাদের মোবাইল নম্বর পাওয়া যায় এবং তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
হাসপাতালের চিকিৎসক মো. জুয়েল বাংলানিউজকে জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শহিদুলকে খুলনা ২৫০ বেড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএ