ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের কাদোয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে রিফাত হোসেন (আড়াই বছর) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।



রিফাত কাদোয়া গ্রামের কৃষক হেলাল উদ্দীনের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় রিফাত। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে আশপাশে খোঁজ করে থাকেন। একপর্যায়ে পুকুর থেকে রিফাতের মরদেহ উদ্ধার করেন তারা।
 
ঘটনাটি জয়পুরহাট সদর থানা পুলিশকে জানানোর পর রাতেই শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানায় রিফাতের বাবা হেলাল উদ্দীন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।