জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের কাদোয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে রিফাত হোসেন (আড়াই বছর) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রিফাত কাদোয়া গ্রামের কৃষক হেলাল উদ্দীনের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় রিফাত। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে আশপাশে খোঁজ করে থাকেন। একপর্যায়ে পুকুর থেকে রিফাতের মরদেহ উদ্ধার করেন তারা।
ঘটনাটি জয়পুরহাট সদর থানা পুলিশকে জানানোর পর রাতেই শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানায় রিফাতের বাবা হেলাল উদ্দীন।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএ