ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

যোগাযোগ খ্যাতে ব্যাপক উন্নয়ন করছে সরকার

রহিম রেজা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
যোগাযোগ খ্যাতে ব্যাপক উন্নয়ন করছে সরকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠি-১ (রাজাপুর কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন এমপি বলেছেন, দেশের যোগাযোগ খ্যাতে ব্যাপক উন্নয়ন করছে  সরকার।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঝালকাঠির রাজাপুর-কাঁঠালিয়া-আমুয়া-পাথরঘাটা সড়কের জালোবাড়ি এলাকার সেতু ও আরসিসি সড়ক উদ্বোধন শেষে পূর্ব পুটিয়াখালি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।



তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, সেতুসহ যোগাযোগ খ্যাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে।

এমপি বলেন, রাজাপুর বাইপাস মোড় থেকে আমুয়া পর্যন্ত ৩৬ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ করা হবে এবং কাঁঠালিয়ার আমুয়া সেতু উদ্বোধন হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগে অমূল পরিবর্তন হবে।

এমপি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বের দরবারে সম্মানের আসনে সমীচীন করছেন।

গালুয়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক কামালের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান, ইউএনও এবিএম সাদিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, ফকরুল ইসলাম ও অধ্যক্ষ মোস্তাকিম বিল্লাহ প্রমুখ। সড়ক ও জনপথ অধিদপ্তর ৪ কোটি টাকা ব্যয়ে এ সেতু ও আরসিসি সড়ক নির্মাণ করেছে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।