ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
রাজবাড়ীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

রাজবাড়ী: রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বিপুল হাওলাদার (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত বিপুল সজ্জনকান্দা এলাকার জয়নাল হাওলাদারের ছেলে এবং রাজবাড়ী সরকারি কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে নিজ বাড়ির সামনে ৫/৭ জনের একদল সন্ত্রাসী বিপুলের  বুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক আজাহারুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আলম হাওলাদার বাংলানিউজকে জানান, তার ভাতিজা বিপুল রাজবাড়ী সরকারি কলেজে অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি সে ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে পড়াশোনার খরচ চালাতো। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল অটোরিকশা নিয়ে শহরের হরিসভা এলাকায় গেলে প্রতিবেশী মিথুন ও তার সঙ্গীরা বিপুলের কাছ থেকে জোর করে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

বিষয়টি বিপুল বাড়িতে এসে জানালে বিপুলের মা ও ফুফুরা প্রতিবেশী মিথুনের মায়ের কাছে বিচার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিথুন রাত ১০টার দিকে দলবল নিয়ে বিপুলের ওপর অতর্কিতে হামলা চাল‍ায়।

বিপুলের ফুফু নাছিমা বেগম জানান, ৩/৪ দিন আগে তাদের বাড়ির জমি মাপামাপি করা হয়। এ সময় মিথুনদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরেই মিথুনরা বিপুলকে হত্যা করেছে বলে তাদের ধারণা। এ সময় তিনি এই হত্যার সুষ্ঠ‍ু তদন্ত ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করেন।

এদিকে, খবর পেয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ছুটে আসেন পুলিশ সুপার জিহাদুল কবির ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন।

পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।