ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার চানপুর বর্মণ হাটিতে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।


 
গুরুতর আহত জীবন বর্মণ (৪৫), নকুল বর্মণ (৩৫) ও রানী বর্মণকে (৫০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যান্য আহতদের মধ্যে ২ জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়,  বেশ কিছু দিন ধরে চানপার বর্মণ হাটি গ্রামের অমল বর্মণ ও একই গ্রামের সুকমল বর্মণের মধ্যে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে অমলের পক্ষের জীবন বর্মণ এবং সুকমলের পক্ষের নকুল বর্মণের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৯ জন আহত হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।