বাগেরহাট: ঢাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইব্রাহিমের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১০টায় পালপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বাগেরহাটের কচুয়া উপজেলার পালপাড়ায় পরিবারিক করবস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে, রাত পৌনে ৯টার দিকে পুলিশ ভ্যানে ঢাকা থেকে তার মরদেহ বাগেরহাটের গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় সেখানে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। নিহত ইব্রাহিম মোল্লার মরদেহ একনজর দেখতে ছুটে আসেন গ্রামের শতশত মানুষ।
এদিকে ইব্রাহিমের স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস। কেউই সান্তনা দিতে পারছেনা সন্তান হারা বৃদ্ধ বাবা-মাকে। অনেক মানুষের ভীড়ে নিহত এএসআইয়ের অবুঝ শিশু দু’টির অপলোক দৃষ্টি যেন কেবলি খুঁজছিলো তাদের বাবাকে।
দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন নিহত ইব্রাহিমের স্ত্রী ও স্বজনেরা।
বৃদ্ধ বাবা-মা, বিধবা বোন, স্ত্রী-সন্তানসহ ৮ সদস্যের পরিবারের এক মাত্র উপর্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। তাদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার রাতে ঢাকার গাবতলী সেতুর কাছে পর্বত সিনেমা হলের সামনে পুলিশের একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইব্রাহিম মোল্লা।
বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
আরএ